‘বিএনপি নেতারা বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সমগ্র জাতি বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় আনন্দ উল্লাস করেছে, আর এই কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি নেতারা যে বিকৃত মানসিকতার অধিকারী, তার পরিচয় দিচ্ছেন।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ কথা বলেন।

তিনি বলেন, এ ধরনের একটা অর্জনে বিএনপি নেতারা সরকারকে অভিনন্দন জানাতে যদি লজ্জা পান, তাহলে জাতিকে একটা অভিনন্দন জানাতে পারতেন।

উল্লেখ্য, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পাওয়ায় সাত দিনের উৎসব করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রা করেন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আর আতশবাজি প্রদর্শনী।

এর সমালোচনায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার বলেছিলেন, সরকারের উৎসবের কর্মসূচি এক বিকৃত তামাশা। উন্নয়নের নামে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা হচ্ছে।

হাছান মাহমুদ বলেন, উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার জন্য টার্গেট ছিল ২০২১ সাল। আমরা কয়েক বছর আগেই সে লক্ষে পৌঁছে গেছি। এ জন্য বিএনপির উচিত ছিল সরকারকে ধন্যবাদ জানানো।

এসময় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন