রাজনৈতিক দলমানে শুধু ভোট চিন্তা নয়, রাজনীতি হলো উচ্চতর মনুষ্যত্ব গড়ে তোলার একটি প্লাটফর্ম। রাজনীতি হলো নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে জনগণের স্বার্থে কাজ করা। এই গ্রামে জন্ম নেওয়া এদেশের গরীব দুঃখী, মেহনতি মানুষের নেতা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জননেতা পীর হবিবুর রহমানের হাতে গড়া সংগঠন এই গণতন্ত্রী পার্টি। যিনি আজীবন এদেশের গণমানুষের স্বার্থে রাজনীতি করে গেছেন। আজ তার জন্ম ভিটায় দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি।
শুক্রবার (২৩ মার্চ) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন গণতন্ত্রী পার্টি কর্তৃক আয়োজিত জননেতা পীর হবিবুর রহমানের গ্রাম বাগরখলায় গণতন্ত্রী পার্টির নেতা মোঃ সুরাব মিয়ার সভাপতিত্বে ও দুলাল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়া উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ সালের ৩০ আগস্ট ন্যাশনাল আওয়ামী পার্টির বিশেষ সম্মেলনে সাম্য, স্বাধীনতা, গণতন্ত্রের আদর্শে, সাম্রাজ্যবাদ বিরোধীও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক, সমতাভিত্তিক, শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে পুনর্ব্যক্ত করে এবং পার্টির নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে পরদিন ৩১ আগস্ট সমমনা দল ও ব্যক্তিবর্গের সমন্বয়ে গণতন্ত্রী পার্টি গঠন করা হয়। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আমাদের দলের ভূমিকা অগ্রগণ্য।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ, সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান খোকন প্রমুখ।
সভায় আজিজুর রহমান মুকিত-কে সভাপতি, এমরান হোসেন-কে সাধারণ সম্পাদক ও মনোহর আলী চৌধুরী-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন গণতন্ত্রী পার্টির কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি