নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।
শুক্রবার (২৩ মার্চ) সন্ধায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে ‘শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন’ এর উদ্যোগে এ মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময় নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ইসমাইল মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক মামুন আহম্মেদ, কার্যকরী সদস্য মাহফুজ সুমন, সনেট দেব চৌধুরী প্রমুখ। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান পাভেল, হারুনুর রশীদ হারুন, শফিকুল ইসলাম রুম্মন, রাজিবুর রহমান বাবু, কানন বৈধ্য, জসিম উদ্দিন, কে এস এম আরিফুল ইসলাম, আব্দুর রহমান রাজু, পলিন আহমেদ, মো ফরহাদ, মিজান, জয়, অলক, মুন্না প্রমুখ।
আয়োজকরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১২ মার্চ সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিএস-২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটির ৭১ আরোহীদের মধ্যে পর্যন্ত নিহত হয় অর্ধশতাধিক লোক।