জালালাবাদ বার্তা

৩য় জালালাবাদ মহাসম্মেলন ২০১৮; অটোয়া এবং মন্ট্রিয়ালে মতবিনিময় সভা

জালালাবাদবার্তা.কম:

আসন্ন ৩য় জালাবাদ মহাসম্মেলনকে সফল করতে গত ২৩শে এপ্রিল সোমবার বিকাল ৩টার সময় কানাডার রাজধানী শহর অটোয়ার তাজমহল রেস্টুরেন্টে রাজধানীতে বসবাসকারী জালালাবাদবাসীদের সাথে এবং কানাডার দ্বিতীয় বাঙ্গালী অধ্যুষিত শহর ক্যুইবেক প্রভিন্সের মন্ট্রিয়ালের মহারাণী রেস্টুরেন্টে মন্ট্রিয়ালে বসবাসকারী জালালাবাদবাসীদের সাথে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, কানাডা এবং ৩য় জালালাবাদ মহাসম্মেলনের নেতৃবৃন্দের দুইটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অটোয়া এবং মন্ট্রিয়ালে অনুষ্ঠিত সভাদ্বয়ে সম্মিলিতভাবে অটোয়া এবং মন্ট্রিলবাসী আসন্ন এই সম্মেলনকে সফল করতে সকল ধরনের সাহায্য ও সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন