জালালাবাদবার্তা.কম: স্কারবরো সাউথওয়েষ্ট ফেডারেল লিবারেল এসোসিয়েশনের চেয়ার বাংলাদেশী কমিউনিটির একজন প্রিয়মূখ জনাব সারওয়ার চৌধুরীর আমন্ত্রনে গত ২৮ এপ্রিল শনিবার বিকাল ৪:৩০ মিনিট থেকে ৬:৩০ মিনিট পর্যন্ত স্কারবরোর ৩১৩ ফার্মেসী এভিনিউতে ফেডারেল লিবারেল পার্টির এক এপ্রিসিয়েশন পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট নেতৃবৃন্দসহ টরন্টোর বিভিন্ন কমিউনিটির বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেডারেল লিবারেল পার্টির এই আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কারবরো সাউথওয়েষ্টের এম.পি, Parliamentary Secretary to the Minister of Justice এবং The Attorney General of Canada মিস্টার বিল ব্লেয়ার।