লাউয়াছড়া জানকীছড়া ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারে মহা বিপন্ন প্রানী বনরুই অবমুক্ত করার জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন থেকে নিয়ে আসা হয়। কিন্তু এসময় উপস্থিত সাংবাদিক বাপন ও সাইফুল অসুস্থ প্রাণীটির অবুমুক্তের বিষয়ে ডিএফও এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জাস্ট অবজারভেশন করার জন্য নিয়ে এসেছি। মূলত ডিএফও সাহেব এই প্রাণীটি কি হয়েছে তা কিছুই জানেন না। পরে বিপন্ন এই প্রাণীটি অসুস্থ থাকায় পূনরায় সেবা ফাউন্ডশনে নিয়ে যাওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিএফও(বন্যপ্রাণী) এএম শামসুল মুহিত চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসার কামরুল হাসান,বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আফিস,তানিয়া খান,ফারজানা রিক্তা, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, বাংলা ট্রিবিউনের ও ঢাকা ট্রিবিউনের সাইফুল ইসলাম,বাংলা নিউজের বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, বর্ষিজোড়া ইকো পার্কের বিট অফিসার মোনায়েম হোসেন।
সাই/জালালাবাদবার্তা.কম