ভোট ফর ড. শাফি VOTE FOR DR. SHAFI

ডা: সৈয়দ আযম মোহাম্মদ, টরন্টো

জীবন কাহিনী প্রবাহে অনেক কিছুই লিখি এবং লিখছি। জীবনের কথা বিশাল তা লিখলে ফুরায় না তাতে থাকে আপন পর কত তারকার সমাহার। চলার পথে প্রতিনিয়ত পরিচিত হতে থাকি বিভিন্ন ব্যক্তিত্বের সাথে। কেউ কাছে থাকে কেউ বা কাছ থেকে দূরে যায়।যখন প্রথম টরন্টো আসি তখন অনেক গাইড শূন্য অবস্থায় চলতে থাকি। কী করবো, কী হবে, কার কাছে যাবো ইত্যাদি প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। যাদের উপর ভরসা ছিলো তাদেরকে পিছলা মনে হতো ধরতে গেলেই সরে যায়। চলা শুরু হলো নিজের পথে।

একদিন জানলাম পাবলিক হেলথ্ বিষয়ে একজন বাংলাদেশি মন্ত্রণালয় এবং টরন্টো ইউনিভার্সিটির মাঝে সমন্বয় সাধন করছেন তিনি বাংলাদেশি। তার খবর বেশি আর পেলাম না কেউ দিল না। ২০১৩ সালে Ryerson University তে Undergrad Course (Public Health and Safety) তে ভর্তি হলাম। খুব ব্যস্ততায় দিন কাটতে লাগলো এর মাঝেই আবার কানে এলো ডা: শাফির গল্প। মাত্র কয়েক গজের ব্যবধান তারপরও কেটে গেল আরো এক বছর। তখন আমি 2nd year এ, একদিন আরো দুজন বাংলাদেশি ছাত্রের সাথে ভার্সিটিতে তার অফিস রুমে গিয়ে দেখা করলাম।এর পর টেলিফোন যোগাযোগ শুরু করলাম।সময় পেলেই ডাক দিতেন। পাশের টিম হর্টনে গিয়ে কফি খেতাম সেই সাথে আলাপচারিতা।

শাফির মুখ থেকে শুনতাম তার চিন্তার কথা, পরিকল্পনার কথা। এখানে International Medical Graduates দের জন্য কোন সঠিক কর্মপন্থা এখনও প্রতিষ্ঠিত হয়নি। ডা: শাফি চেষ্টা করছেন একটি পন্থা নির্ধারণের। একটি কোর্সও খুলেছেন ভার্সিটির সহযোগিতায়। তার দিন কাটে ব্যস্ততায়। ইউনিভার্সিটির মিটিং, Student এবং বিভিন্ন ডেলিগেটদের সাথে প্রতিনিয়ত তার সময় কাটে।একদিন এগিয়ে গেলাম বললাম-আপনার কোন কাজে সহযোগিতা করতে চাই। খুশি হয়ে বললেন প্রতিদিন একবার করে দেখা দিয়ে যাবেন। তাই হলো প্রতিদিন না হলে অন্তত সপ্তাহে একদিন তার সাথে দেখা করতাম। ডা: শাফি জানালেন “Maternal and Child Health” এর উপর একটি Handbook প্রণয়নের উপর কাজ করছেন। ২০১৬ সালে টোকিওতে 10th International Conference এ যোগ দিলেন সেটার জন্য।

অটোয়া এবং অন্যান্য স্থানে বিভিন্ন শিক্ষা বিষয়ক কনফারেন্স, সেমিনারে নিয়মিত তার উপস্থিতি স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে এই দূরদেশে তার অর্জিত ধারনা আমাদের জন্য একটি সুফল প্রয়াস এনে দেবে বলে আমার বিশ্বাস তাইতো আগ্রহে থাকি তার নিকট থেকে কি কি ভালো খবর পাবো। Bangladeshi Medical Graduate ডা: শাফি শুধু যে Medical Graduate দের নিয়ে কাজ করছেন তা নয় তিনি আমাদের কমিউনিটির একজন অগ্রগামী পথ প্রদর্শক। তাইতো কানাডার বিভিন্ন নিতি নির্ধারণী সভা সেমিনারে তার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করে।

সেদিন দেখলাম Website জরিপে তার নাম। ৭৫ জন বিভিন্ন দেশের ইমিগ্রান্টদের নিয়ে একটি জরিপ খোলা হয়েছে ওয়েব সাইটে (http://canadianimmigrant.ca/canadas-top-25-immigrants/vote) যা আগমী ১৭ মে তে close করা হবে। সর্বোচ্চ ভোটের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত করা হবে শীর্ষ ২৫ জনকে। একটা ভালো সুযোগ এসেছে অবশেষে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার। ওয়েব সাইটের এই পেজে গিয়ে পৃথিবীর যে কোন স্থান থেকে তাকে ভোট দেয়া যাবে। প্রয়োজন শুধু আপনার ইমেইল এ্যাড্রেস।

ঢাকার স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজের ছাত্র ডা: শাফি আর তার সহধর্মিনী ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী। Family Planning wing এ চাকরি করতেন তিনি। জাপানে পিএইচডি শেষে পাড়ি জমান টরন্টোতে।

আমি আমার বন্ধু, ফেসবুক ফ্রেন্ড, আত্মীয় স্বজন এবং কমিউনিটির সবাইকে অনুরোধ রাখছি-আসুন আমরা সবাই একটি করে অনলাইন ভোট দেই ডা: শাফিকে। বাংলাভাষী এবং বাংলাদেশি এই সুন্দর কমিউনিটিকে আরো এগিয়ে নেওয়ার এই দৌড়ে চলুন আরো একটু এগিয়ে যাই।

(http://canadianimmigrant.ca/canadas-top-25-immigrants/vote এই লিংকটি ওপেন করুন। ৭৫ জনের ছবির মধ্যে ৩য় সারিতে আছে ডা: শাফির ছবি। ছবির নীচের বক্সে একটি টিক দিয়ে একেবারে নীচে আপনার ই-মেইল এ্যাড্রেসটি বসিয়ে send করুন।)

সবার জন্য শুভেচ্ছা—
ডা: সৈয়দ আযম মোহাম্মদ
হেলথ ইনফরমেশন স্পেশালিষ্ট
ইনুভিক রিজিওনাল হসপিটাল,
নর্থওয়েস্ট টেরিটরিজ, কানাডা।
শেয়ার করুন