বাংলাদেশ সফরে যাচ্ছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। আগামী মাসে অনুষ্ঠেয় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর কাউন্সিল অব ফরেন মিনিষ্টারস এর সভায় তিনি আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তৃতা করবেন।
প্রসঙ্গত, আগামী ৫-৬ মে ঢাকায় সংস্থার ৪৫তম সম্মেলন শুরু হবে। মূলত ওআইসির সদস্যদেশগুলো এই সম্মেলনে অংশ নিলেও কানাডা সেখানে আমন্ত্রিত হয়েছে। এই প্রথম সংগঠনের সদস্য নয় এমন কোনো দেশের প্রতিনিধি ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিষ্টারস এ বক্তৃতা করার জন্য আমন্ত্রিত হলো।
এদিকে ঢাকায় সম্মেলনে বক্তৃতার আগে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের সাথে সমসাময়িক ইস্যূ নিয়ে মতামত সংগ্রহ এর উদ্যোগ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর পার্লামেন্টারি সেক্রেটারি ওমর আলঘাবরা রোববার টরন্টোতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন। রোহিঙ্গা সমস্যাসহ ইসলামোফোবিয়া, মানবিক সংকট ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে তিনি প্রতিনিধিদের কাছ থেকে তথ্য ও মতামত নেবেন বলে জানা গেছে।