প্রবাসী কল্যাণ পরিষদ মিডল ইষ্ট কর্তৃক ইফতারী সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুরে ১৬ মে বুধবার বিকালে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। কমলগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ মিডল ইষ্ট এর আয়োজনে পরিষদের সভাপতি দেলোয়ার আহমদ লোকমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস সোবহান বাবু, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান কামরান, মো: জুনেদ আহমদ, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনোয়ার হোসেন, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিফজুর রহমান তুহিন। হাফিজ   আব্দুল আহাদের পরিচালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন ছাত্রনেতা সিপার আহমদ, ব্যবসায়ী বাচ্চু খান, সানুর আহমেদ, শিবির আহমদ প্রমুখ। অনুষ্টানে জনপ্রতি ১ লিটার তেল, ১ কেজি চানার ডাল, ১ কেজি চানা, ১ কেজি পেঁয়াজ ও ১ প্যাকেট সেমাইসহ প্রায় ৭০ জনকে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

শেয়ার করুন