রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ১৫৫ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার আয়োজনে গত ১৫ মে মঙ্গলবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানাযায়, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থা কর্তৃক রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ১৫৫ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৫ মে মঙ্গলবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার প্রতিনিধি সাংবাদিক আহমদউর রহমান ইমরান এর সভাপতিত্বে ও কামারচাক ইউনিয়ন প্রতিনিধি আলীম আল মুনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর কলেজের অধ্যক্ষ মোঃ জিলাল উদ্দিন, রাজনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি বেগম, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, সিনিওর সাংবাদিক শংকর দুলাল দেব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মেরাজ আহমদ, খালেদ আহমদ, মামুনুর রশীদ, হৃদয়ে রাজনগন সামাজিক সংস্থার সহকারী প্রতিনিধি শহিদুল ইসলাম, ফতেহপুর ইউনিয়ন প্রতিনিধি আক্তার হোসেন, উওরভাগ ইউনিয়ন প্রতিনিধি মো.ছালিক আহমদ, মুন্সীবাজার ইউনিয়ন প্রতিনিধি বেলাল হোসেন চৌধুরী, পাঁচগাঁও ইউনিয়ন প্রতিনিধি শামছুল ইসলাম, রাজনগর সদর ইউনিয়ন প্রতিনিধি টিপু আহমদ, টেংরা প্রতিনিধি শামসুল ইসলাম শাকিল, কামারচাক ইউনিয়ন সহকারী প্রতিনিধি রিয়াজুল ইসলাম,সংস্থার সদস্য হাসান আহমদ, সাংবাদিক সাইদুল ইসলাম প্রমূখ।