মৌলভীবাজার আদালতে মাহমুদুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. খয়েজ আহম্মদের দায়ের করা একটি মানহানি মামলায় ( মামলা নং ৪ এপ্রিল ২০১৮ইং) হাজিরা দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মো. মাহমুদুর রহমান।
(১৭মে) বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এজিএম আল মাসুদ এর আদালতে হাজির হয়ে হাইকোর্ট থেকে নেয়া জামিননামা জমা দিলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন নেয়ার সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.ফয়জুল করিম ময়ূন, বিএনপি সিনিয়র সভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিকী,জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান, চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রহিম রিপনসহ দলীয় নেতাকর্মীরা।


মৌলভীবাজার চীফ ম্যাাজস্ট্রেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মো.আব্দুল হাই চৌধুরী এতথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন