স্টাফ রিপোর্টার॥ দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, দেশে গণ আন্দোলন ছাড়া গণতন্ত্র পুনরুদ্বার করা যাবেনা। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্তকরা যাবেনা। কাজেই এখনই গণ আন্দোলন করে এই তাবেদার সরকারকে উৎখাতের মূখ্য সময়। বুধবার ১৭ মে দুপুরে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি রাষ্ট্রদ্রোহী মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন। মাহমুদুর রহমান বলেন,বর্তমান দখলদার প্রধানমন্ত্রী আমাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমার মুখ বন্ধ করতে চায়। কিন্তু যতদিন পর্যন্ত দেশ দিল্লির নিয়ন্ত্রণমুক্ত এবং গণমানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটারাধিকার ফিরে পাবেনা, ততদিন পর্যন্ত আমার লড়াই চলবে। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে বক্তব্য দেয়ার অভিযোগে গত ৪ এপ্রিল মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: খয়েজ আহম্মদ মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি রাষ্ট্রদ্রোহী ও মানহানী মামলা মাহমুদুর রহমানের বিরোদ্ধে দায়ের করেন। এই মামলায় হাইকোর্ট জামিন দিলে তা হাজিরা দিতে গতকাল (বুধবার) দুপুরে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন। এসময় তার সাথে সাংবাদিক জাহিদ চৌধুরীসহ তার ঘনিষ্টজনরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে তাকে স্বাগত জানান জেলা আনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন,মহিউদ্দিন মানিক ও বকশি জোবায়ের আহমদসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। এছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, বিনপি নেতা আব্দুর রহিম রিপন প্রমুখ।
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান : দেশে গণ আন্দোলন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবেনা
শেয়ার করুন