কিশোরী ক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল  সম্পন্ন

স্টাফ রিপোর্টার॥ এফআইভিডিবির কিশোরী ক্লাব আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১৭ মে মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা বাগানস্থ খেলার মাঠে চুড়ান্ত পর্বের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় মৌলভীবাজার সদর উপজেলা কিশোরী ক্লাবকে ২-০ গোলে হারিয়ে রাজনগর উপজেলা কিশোরী ক্লাব চ্যাম্পিয়ন হয়। পরে এফআইভিডিবি’র পিসিএসসি প্রকল্প আয়োজিত টুর্ণামেন্ট সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দল উভয়ে ট্রফি, প্রাইজ মানি, মেডেল, ক্রেষ্ট ও অন্যান্য পুরস্কার গ্রহন করেন। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অর্থায়নে পিসিএসসি-আন্তঃউপজেলা কিশোরী দলের অংশগ্রহনে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। মুলত কিশোরীদের ফুটবল খেলায় উদ্বুদ্ধকরণ ও মহিলা ফুটবল প্লেয়ার তৈরীর লক্ষ্যে তৃনমুল পর্যায়ে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহন করে আয়োজক সংস্থা এফআইভিডিবি। তার আগে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন চা বাগানে কিশোরীদের মধ্যে অনুশীলন, কোয়ার্টার ও সেমিফাইনাল রাউন্ডের খেলা সম্পন্ন হয়। বুধবার বিপুল উৎসাহ-উদ্দীপনা ও প্রচুর দর্শক সমাগমে মাঠে গড়ায় কিশোরী ক্লাব আন্তঃউপজেলা ফুটবল টুণামেন্টের ফাইনাল ম্যাচ। উভয় দলের কিশোরীরা চমৎকার ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী পর্বে অতিথি ছিলেন ইউনিসেফ প্রতিনিধি ডা. মীর্জা ফজলে এলাহি, মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোয়েব হোসেন চৌধুরী, শিশু বান্ধব পুলিশ কর্মকর্তা লায়লাতুন নাহার, ডিএমপি’র এসআই আমীর হামজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও গিয়াসনগর ইউপি সদস্য শাসসুল ইসলাম, মোকামবাজার বনিক সমিতির সাারণ সম্পাদক কামাল হোসেন, এফআইভিডিবির পিসিএসসি প্রকল্প সমন্বয়কারী শাহ মোঃ ইকবাল চৌধুরী, হিসাব রক্ষন ও এডমিন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, মনিটরিং অফিসার রাকিব হোসেন রতন, প্রকল্প কর্মকর্তা জিল্লুর রাহমান জয়, তাসমিয়া তারিফা চৌধুরী, সত্য নারায়ন নাইডু, সৈয়দা ইফফাত তানজিন প্রমূখ।

শেয়ার করুন