স্টাফ রিপোর্টার॥ হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬ মে বুধবার বিকাল ৪ ঘটিকায় জেলা যৌন হয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক মৌলভীবাজার এর ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরী মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান। রোকেয়া মাহবুব চৌধুরী প্রেসিডেন্ট মৌলভীবাজার মহিলা চেম্বার এন্ড কমার্স ইন্ডাষ্টিজ, প্রধান শিক্ষক ফাতেমা জোহরা বিউটি, সাফেকা বেগম, অপরাজিতা রায়, আবুল কালাম আজাদ সহ শিক্ষার্থীগণ। ফলোআপ সভায় শিক্ষার্থী দ্বারা তৈরি দেয়াল পত্রিকা উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শোনা ও সমাধান দেওয়া হয়।