স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যুক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা প্রশাসন মৌলভীবাজার এর আয়োজনে ১৭ মে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মাহবুবুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক।ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারি পরিচালক আল আমিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সকল ব্যবস্যায়ী সহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।