স্টাফ রিপোর্টার॥ যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন মসজিদ ওমর এন্ড এডুকেশন সেন্টার এবং অলিভ টি কোরআন একাডেমির এর যৌথ উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৭ মে বুধবার বিকেল ৫ ঘটিকায় শহরের মোস্তফাপুর সড়কস্থ মসজিদ ওমর এন্ড এডুকেশন সেন্টার প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ২৫০ জন দুস্থ মানুষের মধ্যে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির জেলা সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার সৈয়দ শহীদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর ফয়ছল আহমদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ-দীন, মসজিদে ওমরের পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান, মুফতি মনছুর খান প্রমুখ।
পৌর মেয়র তার বক্তব্যে বলেন মসজিদ ওমর এন্ড এডুকেশন সেন্টার এর মতো প্রতিষ্ঠান রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করে অন্যান্য ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদান করছে। প্রবাসী সহ অন্যান্য বৃত্তবান মানুষ, প্রতিষ্ঠান ও ব্যক্তি এগিয়ে আসলে অসহায় ও দুস্থ মানুষদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে।
অপর দিকে মসজিদ ওমর এন্ড এডুকেশন সেন্টার এর অন্যতম প্রতিষ্ঠাতা সেলিম আহমদ ও সৈয়দ জামাল আলী ও সৈয়দ জুনায়েদ আলী সুষ্ঠু ভাবে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণে যারা সহযোগীতা করেরেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ২শত ৫০ পরিবারের মাঝে ( প্রত্যেককে ৫ লিটার তৈল, ৮ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি পিয়াজ, ৩ কেজি চানা ও ১ কেজি রসুনসহ একটি প্যাকেট) রমজানের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।