জুড়ীতে বাল্যবিয়ের কুফল ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার

বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী উপজেলার সাগরনাল উচ্চ বিদ্যালয় হলরুমে ১৬ মে মঙ্গলবার  বাল্যবিয়ের কুফল ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বাল্যবিয়ে প্রতিরোধ ক্লাব ও সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থা এ সেমিনারের আয়োজন করে।

সাগরনাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র শর্মার সভাপতিত্বে ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত সহকারী শিক্ষক মিফতা আহমদ লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী সংগ্রাম পরিষদের চেয়ারম্যান এম,কে জামাল রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাল্যবিয়ে প্রতিরোধ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাকির হোসেন মনির, সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি সহিদুর রহমান পাবেল, সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভাসীনি মোহন্ত, যুবলীগ নেতা নজরুল ইসলাম নয়ন, জালাল উদ্দিন, নাইম ইসলাম প্রমূখ। এর আগে জুড়ী জীবনজ্যোতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে একই বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় বাংলাদেশ প্রতিবন্দ্বী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জুড়ী উপজেলার ৬টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন