রাজনগরে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার রাজনগর উপজেলার ভেড়ীগাঁও এলাকায় ভেড়ীগাঁও এর খবরা খবর সামাজিক সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে বৃহস্পতিবার দুপুরে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সজল এর সভাপতিত্বে, মিলু মিয়া মুক্তি’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, লিনছার আহমেদ, সজীব আহমদ, শামীম আহমদ, সাঈদি আহমদ, মিঠুল মিয়া, কামরুল ইসলাম, নাজমুন হাসান ও ফয়ছল প্রমুখ।

শেয়ার করুন