কমলগঞ্জে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৭ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক। পৌর কাউন্সিলর দেওয়ান আং রহিম মুহিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আছলম ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুনুর রশীদ ভূইয়া, পৌর কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, রমুজ মিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাবেক উপজেলা যুবলীগ সম্পাদক মোশাহিদ আলী, কমলগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক বখতিয়ার খান, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক বদরুল আলম জেনার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সায়েক আহমদ, উপজেলা যুবলীগ নেতা মোঃ সানোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, জহির আলম নান্নু, নিয়াজ মুর্শেদ রাজু, নুরুল ইসলাম ইলিয়াস, আলাল মিয়া প্রমুখ। পরে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্ত হয়।

শেয়ার করুন