হাজীপুর ইউপি সচিবের বিরোদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

ছয়ফুল আলম সাইফুল:: কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের সচিব রকিবুর রহমানের বিরোদ্ধে ভিজিডি কার্ডধারী মহিলার টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ গত বৃহষ্পতিবার হাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) ও ৫নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান হেলাল মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবরে ইউপি সচিবের অনিয়ম ও দূর্নীতির বিরোদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রকিবুর রহমান হাজীপুর ইউনিয়নে যোগদান করার পর থেকেই তিনি বিভিন্ন ধরনের অনিয়ম, দূর্নীতি করে যাচ্ছেন। আর এসব বিষয়ে জানতে চাইলে তিনি ইউপি সদস্যদের সাথে দূর্ব্যবহার করেন। তিনি মাদানগর গ্রামের মৃত স্বপন শীলের স্ত্রী দুলু রানী শীলে ভিজিডি কার্ডের (কার্ড নং ৩৩) মাসিক সঞ্চয়ের ৯৬০ টাকা আত্মসাৎ করেছেন। তিনি নিয়মিত অফিস করেন না, তার পরও হাজিরা খাতায় এক সাথে একাধিক দিনের উপস্থিতির স্বাপক্ষর করেন। ইউপি সদস্যদর জন্য নির্ধারিত কক্ষ সদস্যরা ব্যবহার করতে পারেন না, এটি সচিব নিজে ব্যবহার করেন। তাছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার বিপরীতে আদায়কৃত ফি নেয়ার পর রশীদ দেয়া হয়না এবং এনব টাকা ব্যাংক একাউন্টেও জমা রাখা হয়না। এছাড়াও আরো একাধিক অভিযোগ করা হয়। এদিকে, হাজীপুর ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য ও স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সচিব সপ্তাহের বেশীর ভাগ সময়ই অফিসে আসেন না। কিন্তু হাজিরা খাতায় ঠিকই পরে এসে দস্তখত দিয়ে যান। আর সচিবের এসব বিষয়ে তাকে মৌন সমর্থন দিচ্ছে ইউপি চেয়ারম্যান বাচ্চু। চেয়ারম্যানের মৌন সমর্থন পেয়েই সচিব রকিব এত বেপরোয়া হয়ে উঠেছেন। তারা রবিকের দ্রুত অপসারণ দাবী করেন। প্যানেল চেয়ারম্যান (১) ও ৫নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান হেলাল বলেন, আমি দীর্ঘদিন থেকে বিষয়টি দেখছি, এমনকি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ করতে বাধ্য হয়েছি। অভিযুক্ত ইউপি সচিব রকিবুর রহমান বলেন, এসব অভিযোগ সঠিক নয়। হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বলেন, ইউনিয়ন পরিষদের আগামী মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

 

শেয়ার করুন