শ্রীমঙ্গলে গাড়ি ব্যবসায়ীর উপড় সন্ত্রাসী হামলা

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গাড়ি ব্যবসায়ীর উপড় সন্ত্রাসী হামলা ঘটিত হয়েছে। জানা যায় শুক্রবার ১৮ মে জুমআর নামাজের পরে শ্রীমঙ্গলস্থ জালালিয়া রোডে ফরহাদ মটরস এর স্বত্তাধিকারী মো. ফরহাদ আহমদ এর উপড় সন্ত্রাসী হামলা হয়। এতে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষনিক তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

এদিকে ফরহাদের উপড় সন্ত্রাসী হামলা হওয়ায় তার পিতা মো. আব্দুল জলিল বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেন। এ মামলায় রফিক মিয়া (৫০) ’কে ১নং আসামী, জাহাঙ্গীর মিয়া (২৪) ’কে  ২নং আসামী, আলমগীর মিয়া (২২) ’কে ৩নং আসামী, শাহাদৎ মিয়া (২০) ’কে ৪নং এবং উজ্জল মিয়া (২৫)’কে ৫নং আসামী করে মামলা করেন। এবং আরও ৭জনকে অজ্ঞাত আসামী করা হয়। শ্রীমঙ্গল থানায় মামলা নং ৯৬।

সন্ত্রাসী হামলায় আক্রান্তকারী মো. ফরহাদ আহমদ এর পিতা মো. আব্দুল জলিল জানান, শুক্রবার ১৮ মে দুপুরে আমার ছেলেকে কয়েকজন সন্ত্রাসী এসে বেধুম মারদর করে হামলা চালায়। এ হামলায় তার মাথায় গুরুতর আঘাত করে এবং তার হাত ও পায়ে জঘন্যতম আঘাত পায়। সে বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় ৫ জনকে আসামী করে মামলা দেয়া হয়েছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান মামলা দায়েরকৃতদের মধ্যে ১জন কে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

 

 

শেয়ার করুন