স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৯ মে শনিবার সদর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।
আজকের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকায় এবং ক্রয় ভাউচারে দামের গরমিল থাকা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দাম রাখাসহ বিভিন্ন অপরাধে পশ্চিম বাজারে অবস্থিত চারটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো ১. ইমন পোল্ট্রিকে ৫ হাজার টাকা, ২. এ আর খান ব্রাদার্সকে ১ হাজার ৫ শত টাকা, ৩. সন্তোস স্টোরকে ১ হাজার ৫ শত টাকা এবং জাহাঙ্গীর স্টোরকে ২ হাজার টাকা। এ সময় সহযোগীতায় ছিলেন সদর উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জনাব শেখর কান্তি পাল, জেলা ক্যাব এর সভাপতি এডভোকেট জনাব আবু তাহের, মৌলভীবাজার পৌরসভার প্রতিনিধি কাউন্সিলর জনাব ফয়সল আহম্মদ, জেলা ভোক্তা অধিকার কমিটির সদস্য জনাব আলাউর রহমান ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।প্রেস বিজ্ঞপ্তি॥