গত ২১ এপ্রিল সৌদি আরবের রাজ প্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিহত হওয়ার গুঞ্জন এখন সর্বমহলে
সম্প্রতি তেহরানভিত্তিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ হওয়ার পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। তেহরানের গণমাধ্যম দাবি করে, ওই ঘটনার পর থেকে যুবরাজকে জনসম্মুখে দেখা না যাওয়ায় তিনি হয়ত নিহত হয়েছেন।
তারা গোয়েন্দা সূত্রের বরাতে ওই দাবি করেছে, অন্তত দুই রাউন্ড গুলিতে প্রাণ গেছে যুবরাজের। অবশ্য বিশ্লেষকরা বলছেন, ঘটনার পর থেকে যুবরাজের ”রহস্যজনক” অনুপস্থিতির কারণেই এমন আলোচনা তোলার সুযোগ পেয়েছে ইরানি গণমাধ্যম।
এর আগে, সৌদি কর্তৃপক্ষ জানায়, গোলাগুলির সময় নিরাপত্তাবাহিনী সালমানকে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি।
তবে, সালমানকে নিয়ে এতো আলোচনার পরও সৌদি কর্তৃপক্ষ এ নিয়ে এখনও মুখ খোলেনি।
সুত্রঃ সময়নিউজ.টিভি