টরন্টোয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সভা

জালালাবাদবার্তা.কম:: আগামী ৮ জুন কুইবেকে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিশেষ আমন্ত্রণে কানাডা সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুইবেক থেকে দেশে ফেরার পথে আগামী ১০ জুন টরন্টোতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এক নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই কানাডা সফর ও নাগরিক সংবর্ধনাকে সাফল্যমন্ডিত করার লক্ষে গত ১৯ মে শনিবার কানাডা আওয়ামীলীগ, অন্টারিও আওয়ামীলীগ, টরন্টো সিটি আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নতৃবৃন্দের এক যৌথ মতবিনিময় সভা স্থানীয় আলী’স তান্দুরী কারী হাউস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ আবুল বাশার।

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান, জসিম চৌধুরী, আব্দুস ছালাম, আলী আকবর, মুজাহিদুল ইসলাম, কৃষিবিদ ড. হাবিবুর রহমান, কৃষিবিদ কাজী ফেরদৌস, কৃষিবিদ গোলাম মোস্তফা, এমরুল ইসলাম ইমরুল, বেলাল সামছুল, ফারহানা সুলতানা খান, মনির হোসেন, দেলওয়ার হোসেন দুলাল, জামাল উদ্দীন, হেলাল উদ্দীন, বাবুল মিয়া, ফারহানা শান্তা, লিটন কাজী সহ আরো অনেকে।

সভায় বিস্তারিত আলোচনার পর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

শেয়ার করুন