নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে প্রবাসীর সাথে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় প্রেমিক বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ১৮ মে শুক্রবার রাত উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামে। আব্দুল হামিদ (২০) নামে এক রাখাল বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মানিক মিয়ার পুত্র। গত শুক্রবার সন্ধ্যায় বিকেলে সকলের অগোচরে বাড়ির পাশে একটি লেবু বাগানে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। রাত ৯টায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। সূত্র জানায়, আব্দুল হামিদ ভালো বাঁশি বাজাতে পারতো। প্রায়ই সে রাতের বেলা নির্জন স্থানে বসে বাঁশি বাজাত। এ সুবাদে একই গ্রামের দশম শ্রেনীর ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু হামিদ রাখাল হওয়ায় ওই ছাত্রীর পরিবার তা মেনে নেয়নি। তার সাথে দেখা করতে বারন করে তারা। এর পরেও হামিদ তার সাথে প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে থাকে। সম্প্রতি ওই ছাত্রীর পরিবার তার বিয়ে ঠিক করে এক প্রবাসীর সাথে। বিষয়টি জানতে পেরে হামিদ ক্ষোভে বিষপান করে আত্মহত্যা করে।
প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায়নবীগঞ্জে বিষপানে প্রেমিকের আত্মহত্যা
শেয়ার করুন