জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের গ্রীণ সিটি আল-আইন বৃহত্তর সিলেট প্রবাসী ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এবং সংস্থার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আব্দুর রফিক নাজমুর ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
১৩ মে বেলা ২ টায় জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে প্রতিষ্ঠিত দারুল উলূম মাদরাসা ও এতিমখানা মাঠে ওইসব খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, দারুল উলূম মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সৈয়দ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও জুড়ী টাইমস এর সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সুমন, দারুল উলূম মাদরাসা ও এতিমখানা প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুফতি মুজ্জাম্মিল হক, নূরানী মুআ’ল্লিম প্রশিক্ষক হাফিজ মাওলানা মুফতি এনামুল হাসান সহ অনেকেই।