জুড়ীতে ৪টি প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

জুড়ী প্রতিনিধি॥  জুড়ী উপজেলা সদরে ৪টি প্রতিষ্ঠান কে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত। পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন এর নেতৃত্বে ও জুড়ী থানা পুলিশের সহায়তায় ১৫ মে মঙ্গলবার জুড়ী উপজেলা সদরের ভবানীগঞ্জবাজার ও কামিনীগঞ্জবাজারে, বাজার মনিটরিং মূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। প্রতিষ্ঠান গুলো হলো তারা মিয়ার মাছের দোকানকে ২ হাজার টাকা, চঞ্চল স্টোরকে ৩ হাজার টাকা, শ্রী কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারকে ৬ হাজার টাকা, মিলন ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা। উক্ত অভিযানে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।

 

শেয়ার করুন