মৌলভীবাজার পৌরসভার আয়োজনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে মতবিনিময়

স্টাফ রিপোর্টার॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার পৌর এলাকায় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২০ মে বিকেলে মৌলভীবাজার পৌরসভার হলরুমে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী আবুল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতিত্বে মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, ব্যবসায়ী প্রতিনিধি সুমন আহমদ, সৈয়দ রিমন আহমদ, জনপ্রতিনিধি, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন