কুলাউড়া প্রতিনিধি॥ আন্তর্জাতিক মানবসেবামূলক সংগঠন ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি রহমতাবাদ ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় পুরো রমজান মাসের ইফতারির জন্য নগদ ৩৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১৭ মে বৃহস্পতিবার মাদ্রাসার হলরুমে ট্রাস্টের কো- ফাউন্ডার ও কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহফুজ শাকিলের সভাপতিত্বে ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি সেলিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্দুল মোক্তাদির ঢেউপাশী, মাদ্রাসার সুপার মুহতামিম মাওলানা আব্দুল রকিব, ট্রাস্টের কো-ফাউন্ডার আলাউদ্দিন শামীম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আইয়ুব আলী, মাওলানা রুস্তাব আলী প্রমুখ।