স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা জুনে

ইমাম উদ্দীন, টরন্টো:

টরন্টোতে প্রবীনদের স্বাস্থ্য সেবা বিষয়ক দু’টি কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ১২ ও ১৯ জুন মঙ্গলবার, টরন্টোর ৩০৭৯ ডেনফোর্থস্থ এক্সেস পয়েন্টে, বেলা আড়াইটায়। উডগ্রীণ কমিউনিটি সার্ভিসেসের সহায়তায় কানাডিয়ান সেন্টার ফর ইফরমেশন এন্ড নলেজ (কানাডিয়ান সেন্টার) এ কর্শশালার আয়োজন করছে।

হেল্থ প্রমোশন ও হেল্থ সিস্টেম নেভিগেশন সম্পর্কিত এই দুটি কর্মশালায় সিনিয়রদের স্বাস্থ্য সম্পর্কিত মৌলিক প্রয়োজনীয় তথ্য, কমিউনিটিতে স্বাস্থ্য সহায়তায় কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেসব বিষয়ের উপর তথ্য প্রদান করা হবে। স্টাটিসটিক্স কানাডার মতে, পাঞ্চাশোর্ধ অধিকাংশ লোক বিভিন্ন রোগে ভোগেন। এর মধ্যে উচ্চ রক্তচাপ, আর্থাইটিস, কোমর ও চোখে সমস্যা, হার্ট ও ডায়াবেটিসের জটিলতা অন্যতম। আয়োজক সংগঠনের পক্ষ থেকে বলা হয়, টরন্টোতে বসবাসরত বাঙালী কমিউনিটির সিনিয়রদের অনেকেই স্বাস্থ্য সেবার প্রয়োজনীয় সুবিধা থেকে বিরত। মুলত সঠিক তথ্যের অভাব, ভাষাগত ও সাংস্কৃতিক ভিন্নতা, ধর্মীয় ও স্টিগমাসহ বিভিন্ন কারনে অনেক প্রবীন ব্যক্তি বিদ্যমান সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। কমিউনিটির ৫৫ বছর বা তদুর্ধদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদানের মাধ্যমে সহায়তার জন্য এ কর্মশালার আয়োজন করা হচ্ছে।

দূর দুরান্ত থেকে আগত কর্মশালায় অংশগ্রহণকারীদের টিটিসি টোকেন দেয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে বলা হয় । আসন সীমাবদ্ধতার কারনে আগ্রহী অংশগ্রহণকারীদের নিম্নোক্ত ফোন নাম্বারে অথবা ইমেইলে (cciktoroto@gmail.com) আগামী ৫ জনের মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে। যেসব নাম্বারে যোগাযোগ করতে হবে তা হচ্ছে ৪১৬-৪৩২-৫৬০২, ৪১৬-৫৬০-৫১৬৮ অথবা ৪১৬-৮৯৭-৮৩২৯।

 

শেয়ার করুন