স্যাভক’র উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাকিবুল হাসানঃ পবিত্র মাহে রমযান ও ঈদের অানন্দ সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছড়িয়ে দিতে স্যাভক বদ্ধ পরিক। তারই ধারবাহিকতায় গত ১৯শে মে বিকাল ৪টায় পথশিশু বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন, South Asian Voice for Children ( SAVC-স্যাভক) এর উদ্যোগে স্যাভক ফ্রি স্কুলিং বহদ্দারহাট শাখার সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে স্যাভক এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ শাহজাহান অালী চৌধুরী, সেক্রেটারি অাবু নোমান মুহাম্মদ হাফিজুল্লাহ, অর্থ সম্পাদক শারজিল বিন অানোয়ার ও ফয়সাল সালেহ অাল মাহদী উপস্থিত ছিলেন।
স্যাভক রমযান মাসব্যাপী সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করবে।
স্যাভক’র সভাপতি বলেন এই ইভেন্ট পরিচালিত হবে সংগঠনের উপদেষ্টা ও ভলান্টিয়ারদের স্বপ্রণোদিত অর্থ দান ও সহযোগিতায়।

সুত্রঃ অনলাইন

শেয়ার করুন