স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে পবিত্র রমজান উপলক্ষ্যে গঠিত মনিটরিং কমিটি এক অভিযান পরিচালনা করে।
সোমবার ২১ মে জেলা বাজার মনিটরিং কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর নেতৃত্বে সদর উপজেলা গুরুত্বপূর্ণ বিভিন্ন বাজারে বাজার মনিটরিং করা হয়। ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য না বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে বিক্রি করার জন্য কমিটির পক্ষে অনুরোধ জানানো হয়।
মনিটরিংমূলক কার্যক্রমে আইন লঙ্ঘনের দায়ে টিসি মার্কেট, পশ্চিম বাজার এলাকায় ১০ টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো-ঘোষ এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, বাধঁন কনফেকশনারীকে ৫ হাজার টাকা, ইউনিক এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, মুজ্জাহিদ স্টোরকে ১ হাজার টাকা, আনোয়ারা পোলট্রিকে ১ হাজার টাকা, জননী ভান্ডারকে ২ হাজার টাকা, নাগ ব্রাদার্সকে ১ হাজার টাকা, শুভ ষ্টোরকে ৫ শত টাকা, জননী ষ্টোরকে ৫ শত টাকা ও চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা।
এ সময় উক্ত মনিটরিং টিমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদুল ইসলাম, এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার, সৈয়দ আমজাদ হোসেন, মোহাম্মদ আতিকুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন, জেলা বাজার কর্মকর্তা আজবাহার মুন্সি, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর পরিচালক মাহিম দে, মৌলভীবাজার জেলা ক্যাব কমিটির সভাপতি এডভোকেট আবু তাহের, সদর উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শেখর কান্তি পাল, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর আলেয়া খানম ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং কমিটি কর্তৃক বাজার মনিটরিং
শেয়ার করুন