মৌলভীবাজার প্রতিনিধি
ড.আব্দুস শহীদ এমপি বলেছেন, আমরা উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। দেশজুড়ে উন্নয়নের কারণে দেশবাসী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়। তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
২২মে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ- আর এইচ ডি-ফুলবাড়ী চা বাগান ভায়া ফুলবাড়ী জিপিএস সড়ক নির্মাণ কাজের উদ্ভোধনকালে সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুস শহীদ এমপি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোছাদ্দেক আহমেদ মানিক, যুবলীগ নেতা আমাম হোসেন সোহেল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধরবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলীসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে সড়কটির নির্মান কাজের ব্যয় ২৮ লাখ ৯৫ হাজার টাকা ধরা হয়েছে।