স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বাঁধন হিজড়া সংঘ‘র আযোজনে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে মঙ্গলবার সকালে ইপিআই ভবনে কনফারেন্স রুমে বাঁধন হিজড়া সংঘ মৌলভীবাজার সদর ডিআইসি ম্যানেজার মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ মিনাক্ষী দেব এর পরিচালনায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবু জাহির, মৌলভীবাজার ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আব্দুল মোত্তাকিন, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার মডেল থানার অপারেশন (ওসি) হারুনুর রশিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, সাংবাদিক মশাহিদ আহমদ, আব্দুল বাছিত খান ও বাঁধন হিজড়া সংঘ‘র অফিস সহকারি কামরুল হাসান প্রমুখ। সভায় সাংবাদিক, আইনজীবি, ইমাম, পুলিশ, স্বাস্থ্য সেবাদানকারী প্রতিস্টানের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এইচআইভি এইডস’র ভয়াবহতা উল্লেখ করে বলেন- সরকারের বিভিন্ন কার্যক্রম এর কারনে সারাদেশে এইচআইভি/এইডস আক্রান্তের সংখ্যা কমছে। ধর্মীয় অনুশাসন মেনে চলি এবং নিজে সচেতন হয়ে অন্যকেও সচেতন করে তুলি। এইচআইভি/এইডস পরীক্ষা এবং হিজরাদের বিভিন্ন সমস্যা, তাদের শহরব্যাপি উৎপাৎসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।