উত্তর শাহবাজপুর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ২২ মে মঙ্গলবার বিকেলে তার ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন। বাজেটে সর্বমোট আয় ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৬২০ টাকা, মোট ব্যয় ১ কোটি ২৫ লাখ ২২০ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা।

ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান ও যুবলীগ নেতা কামাল হোসেনের পরিচালনায় ইউনিয়ন কমপে¬ক্সে অনুষ্ঠিত বাজেট ঘোষণার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল খালিক, শাহবাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, উন্নয়ন সংস্থা জাইকা’র মৌলভীবাজার জেলা সমন্বয়কারী তারেক আহমদ, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মুক্তা, বিশিষ্ট সমাজসেবক রফিক উদ্দিন, শাহবাজপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল, সাংবাদিক তপন কুমার দাস, ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম খান, ইউপি মেম্বার রফিক উদ্দিন, সাংবাদিক সুলতান মাহমুদ, মাওলানা খলিলুর রহমান, ব্যবসায়ী আক্তার হোসেন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্রমূখ।

 

শেয়ার করুন