কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মার্কেটে আগুন লেগে একটি মার্কেটের ৮ টি দোকান পুড়ে চাই হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আট লক্ষাধিক টাকার। উদ্ধার করা হয়েছে আরও ২৫ লক্ষ টাকার মালামাল।
২২ মে মঙ্গলবার সকাল ১০ টার দিক পৌর শহরের স্কুল চৌমুহনীতে একটি মার্কেটে এ দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০ টার দিকে স্কুল চৌমুহনী একটি মার্কেটে তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মিনিটের ব্যবধানে আগুন ছড়িযে পড়ে মার্কেটের অন্য ৮ টি দোকানে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট সকাল ১০টা ১৭ মিনিটে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। টানা দেড় ঘন্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কুলাউড়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান তপন ভৌমিক জানান, মূলত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে মার্কেটের ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। যার মধ্যে তুলার গুদাম, ইসলাম ভ্যারাইটিজ স্টোর, ইলিয়াস ভ্যারাইটিজ স্টোর, ইউনিক এন্টারপ্রাইজ, বর্ণমালা লাইব্রেরী, মা পান ভান্ডার, শ্রী মা হেয়ার ড্রেসার সহ একটি কাঠের দোকান। এই ঘটনায় আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নির্ণয় করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও ২৫ লক্ষ টাকার মালামাল।