স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি হত্যাকাণ্ডের প্রধান আসামী ছাত্রলীগ নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষার ২২ মে মঙ্গলবার দুপুরে ১নং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী বাহাউদ্দিনের কাছে আত্মসমর্পন করে। পরে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এসময় আসামী পক্ষের ৬/৭ জন আইনজীবি উপস্থিত ছিলেন বলে নিহত শাবাবের মামা রুমেল আহমদ নিশ্চিত করেন। মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ সোহেল আহম্মদ ও মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, ৭ ডিসেম্বর সন্ধ্যার পর অভ্যন্তরীণ দ্বন্ধের জেরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খুন হন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও কর্মী নাহিদ আহমদ মাহি। এঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান একটি হত্যা মামলা দায়ের করেন।
জোড়া খুনের প্রধান আসামী’র আত্মসমর্পন
শেয়ার করুন