ইউনিসেফের শিক্ষা উপকরণ পেল ৩ শতাধিক শিক্ষার্থী

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৩ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ইউনিসেফ। বৃহস্পতিবার উপজেলার সাচনা বাজার ইউনিয়নের হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিসেফ সিলেট অঞ্চলের আয়োজনে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।

অন্যদের মধ্যে সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এমরান হোসেন, ইউনিসেফ সিলেট অঞ্চলের বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্রঃ অনলাইন

শেয়ার করুন