“বেসাপ” এর প্রথম ইফতার যুক্তরাষ্ট্র্রের ফিলাডেলফিয়া শহরের টাইসন মসজিদে অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ এডুকেশন এন্ড স্পোর্টস এসোসিয়েশন অব পেনিসেলভেনিয়া (বেসাপ) গত ২১ মে সোমবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারে (টাইসন মসজিদ) এক ইফতার মাহফিলের আয়োজন করে।

“বেসাপ” এর সভাপতি জনাব আবুল খায়ের খাঁন (কাহির) এবং সাধারন সম্পাদক জনাব কামরুল ইসলাম জানান, ফিলাডেলফিয়ার সকল বাংলাদেশীদের নিয়ে একসাথে ইফতার করার লক্ষ্যে প্রতি বছরই তাঁদের সংগঠনটি শহরের টাইসন মসজিদ এবং ফ্রাংপোর্ট মসজিদে দুইটি পৃথক ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। আগামী ২৮ মে সোমবার শহরের ফ্রাংপোর্ট মসজিদে এসোসিয়েশনের দ্বিতীয় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এবং উক্ত ইফতার মাহফিলে সকল বাংলাদেশী মুসলমান ভাইদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক।

গত ২১ মে টাইসন মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ফিলাডেলফিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশীদের উপস্থিতি হয়েছিল বলে ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টারের পরিচালনা কমিটির পক্ষ থেকে জানিয়েছেন জনাব জুলকারনাইন জায়গীরদার এবং জনাব তাজুল ইসলাম চৌধুরী।।

শেয়ার করুন