কানাডা বিএনপি’র জরুরী আলোচনা সভা

গত ২১শে মে সোমবার ৩০১৬ ড্যানফোর্থ এভিনিউ কানাডা বিএনপি’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩রা জুন কানাডা বিএনপি’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সভায় ইফতার কমিটির কনভেনর গোলাম রনি তাঁর কর্ম বিবরণী সবার সামনে তুলে ধরেন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানাডা সফরের সময় ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই কর্মসূচী সফল করার লক্ষ্যে ১৫ সদস্যের এক সাব-কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশে গণতন্ত্র পূণপ্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার সফরের সময় আয়োজিত এই বিক্ষোভ ও প্রতিবাদ সফল করতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান। সভায় খুলনা নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের তীব্র নিন্দা জানানো হয়। আগামী সংখ্যায় বিক্ষোভ কর্মসূচীর বিস্তারিত জানানো হবে। সভায় বক্তব্য রাখেন- রেশাদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, এস. তপন মাহমুদ, এজাজ আহমেদ খান, এ্যাডভোকেট আনোয়ারুল কবির, গোলাম রনি, জাকির হোসেন খান, মাসরুল হোসেন রিপন, জাকারিয়া রশিদ চৌধুরী, মোহাম্মদ আবুল হাশেম, আবুল কালাম আজাদ, নাইম আহম্মদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন আহাদ খন্দকার। সভার কার্যক্রম পরিচালনা করেন মমিনুল হক মিলন।

সাপ্তাহিক ভোরের আলোর ফেইসবুক ওয়াল থেকে

 

শেয়ার করুন