স্টাফ রিপোর্টার॥ সীমান্ত এলাকায় অপরাধ ও মাদকপাচার রোধকল্পে সচেতনতা মুলক এক মতবিনিময় সভা মৌলভীবাজারেরকমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়।
২৩ মে বুধবার বিকাল সাড়ে ৫ টায় ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন, কুরমা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মনোয়ার হোসেন, কুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চা শ্রমিক নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক মুক্ত সমাজ গঠন ও সীমান্ত এলাকায় চোরাচালান রোধ কল্পে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।
কমলগঞ্জে অপরাধ ও মাদকপাচার রোধে বিজিবির সভা এবং ইফতার মাহফিল
শেয়ার করুন