৩ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার

জালালাবাদবার্তা.কম: গত বুধবার, ২৩ মে বিকাল আনুমানিক ৫:৩০ মিনিটের সময় টরন্টো শহরের অদূরে বার্লিংটন থেকে কোনও এক অজ্ঞাতনামা ব্যক্তি ৯১১ নাম্বারে কল করে। ফোনে ব্যক্তিটি জানায়, হাইওয়ে 407 এবং নর্থ সার্ভিস রোডের পাশে ক্রসরোডস সেন্টারের পার্কিং লটে পার্ক করা একটি গাড়িতে ছোট এক বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চাটি একা এবং বেঁচে নেই বলে তার সন্দেহ। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে প্যারামেডিক এবং পুলিশ এসে বাচ্চাটিকে জীবিত উদ্ধারের চেষ্টা করলে বাচ্চাটি অনেক আগেই মারা গেছে বলে নিশ্চিত হয় প্যারামেডিক।

পরবর্তীতে পুলিশ জানায়, বাচ্চাটির বয়স মাত্র তিন বছর এবং বাহিরে যখন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তখন গাড়ির ভেতরে অতিরিক্ত তাপমাত্রা জনিত কারনে বাচ্চাটি মারা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মৃহদেহের পোস্টমর্টেম রিপোর্টে প্রাথমিক ভাবে মৃত্যুর কারন Hyperthermia বলে উল্ল্যেখ করা হয়েছে। বাচ্চাটি বাংলাদেশী কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশী তদন্ত চলছে, এ ব্যাপারে কারও কিছু জানা থাকলে 905 825 4776 নাম্বারে ফোন করে জানাতে অনুরোধ জানিয়েছে হ্যলটন রিজনাল পুলিশ।

শেয়ার করুন