মিসিসাগায় ইন্ডিয়ান রেস্টুরেন্টে বিস্ফোরণ, ১৫ জন আহত

জালালাবাদবার্তা.কম: মিসিসাগার এগলিনটন এভিনিউ ইস্ট এর নিকটবর্তী বোম্বে ভেল রেস্টুরেন্ট, ৫০৩৫ হুরান্টারিও স্ট্রিট এ গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০:৩০ মিনিটের সময় একটি মারাত্মক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে প্রায় ১৫ জন অহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্খাজনক। পীল রিজনের পুলিশ জানায় আশঙ্খাজনক তিনজনকে টরন্টোর সানিব্রুক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের কারন এবং হতাহতদের মধ্যে কোনও বাংলাদেশী আছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায় নি। তবে তদন্ত চলছে বলে জানান তদন্তকারী অফিসার। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধেহজনক দুইজনকে পুলিশ খুঁজছে, যারা ঘটনাস্থলে বিস্ফোরক রেখে পালিয়ে যায় বলে পুলিশের ধারনা।

সিসিটিভি ফুটেজে সন্ধেহভাজন দুইজন

শেয়ার করুন