জালালাবাদবার্তা.কম: গত ২৪ মে বৃহস্পতিবার দিব্বা আল হাসান সিটি ইউনিট যুবদলের উদ্দ্যোগে দিব্বা আল হাসান সিটি যুবদলের সভাপতি জনাব আবুল কালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব নোয়েল আহমেদের পরিচালনায় এক ইফতার পাটি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজিরা স্টেইট বি এন পি এর সভাপতি জনাব সিরাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফজিরা স্টেইট যুবদলের সভাপতি জনাব রিপন তালুকদার জুমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোলায়মান মিয়া সাধারণ সম্পাদক ফজিরা স্টেইট বি এন পি, জনাব গোলাম মুস্তফা, মুজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক ফজিরা স্টেইট বি এন পি, জনাব জামাল আহমেদ, আলমগীর আহমেদ, দিলোয়ার হোসেন সহ-সভাপতি ফজিরা স্টেইট বি এন পি, জনাব হোসেন আহমেদ সম্পাদক ফজিরা স্টেইট যুবদল, কাওসার আহমেদ সাংগঠনিক সম্পাদক ফজিরা স্টেইট যুবদল, জনাব মুজিবুর রহমান, জোবায়ের আহমেদ নেপুর, হেলাল মিয়া, এস এম সবুজ, ফখরুল ইসলাম, আবু সুফিয়ান সহ ফজিরা স্টেইট বি এন পি ও যুবদলের সিনিয়র নেতা ও কর্মীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব আবদুল ওয়াহেদ সিনিয়র সহ-সভাপতি, জনাব মো ছালেক আহমদ সহ-সভাপতি, জনাব সাদেক আহমেদ, আজিজুল ইসলাম, ধন মিয়া, মোঃ মিছবাহ উদ্দীন, আবদুল করিম, সেলিম মিয়া, মালিক মিয়া, কদ্দুছ মিয়া, ইমামুল হক রিমন, রুবেল হোসেন , আতাউরা রহমান , ডালিম মিয়া, বশর মিয়া , জয়নাল আবেদিন সহ দিব্বা আল হাসান সিটি ইউনিট যুবদলের সিনিয়র নেতা ও কর্মীবৃন্দ। মৌলানা ওলিউর রহমান দোয়া পরিচালনা করেন।