ফুটবল অবকাঠামোতে যুবরাজ বিন সালমানের ৩৪০ মিলিয়ন ডলারের অনুদান

আবদুর রাজ্জাক শিপন: ‘সবুজ বাজপাখি’ সৌদি ফুটবল দল । ফুটবল পাগল জাতিকে উন্মাদনায় ভাসিয়ে, রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে সবুজ বাজপাখির দল। ফুটবলের সবচে’ বড় আসর বিশ্বকাপ ফুটবলে  সৌদি আরব যখ নিজেদের টিকেট নিশ্চিত করেছে, অভ্যন্তরীন ক্লাব দলগুলোর কাছে ফুটবলারদের বকেয়া বেতন তখন বেশ মোটা অংকের !
তুলনামূলকভাবে দুর্বল অর্থনীতির ক্লাব দল এবং ক্লাবগুলোর কাছ থেকে খেলোয়াড়দের প্রাপ্য সম্মানী মেটাতে যুবরাজ বিন সালমান ৩৪০ মিলিয়ন বা ১.২৭৭ বিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করেছেন । এই অনুদানে খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ হবে । ক্লাবগুলোর অবকাঠামোগত উন্নয়নেও খরচ হবে এই অর্থ ।

আর্জেন্টাইন কোচ জুয়ান আন্তেনিও পিজ্জির নেতৃত্বে সুইজারল্যান্ডের উদ্দেশে উড়াল দেবার আগে, খেলোয়াড়রা বিন সালমানের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন ।
কোচ বলেন, ‘খেলোয়াড়রা উজ্জিবীত । ১৪ জুন রাশিয়া সৌদি আরব উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে রাশিয়া বিশ্বকাপ আসর । উদ্বোধনী ম্যাচটা সৌদি আরবের জন্য চ্যালেঞ্জ হলেও, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছেলেরা !’
সুইজারল্যান্ডের জুরিখে ২৮ জনের  দল নিয়ে ৩ সপ্তাহের বিশেষ ট্রেনিং ক্যাম্প করছেন কোচ জুয়ান আন্তেনিও । ৩ সপ্তাহের ট্রেনিং শেষে ২৮ জনের দল থেকে চূড়ান্ত ২৩ জনকে বেছে নেয়া হবে ।
আর্জেন্টাইন কোচ জুয়ান আন্তেনিও পিজ্জি
ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আদেল ইজ্জাত যুবরাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘যুবরাজ বিন সালমান এবং  খেলোয়াড়দের মধ্যকার ঐতিহাসিক সাক্ষাৎ এর পর, খেলোয়াড়রা দারুণ খুশি । ফুটবলের প্রতি যুবরাজের উদার সহযোগিতা আমাদের উদ্দিপিত করেছে । সৌদি ফুটবলের প্রতি তাঁর দৃঢ় সমর্থন জন্য আমরা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞ ।

curtesy: online

শেয়ার করুন