আ’লীগ নেতা  জাহাঙ্গীরে উপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে ২৪ মে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজারে হামলার এ ঘটনাটি ঘটেছে। জাহাঙ্গীর আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দলীয় নেতাকর্মীসহ শতশত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

জানা গেছে, কুলাউড়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জুড়ী উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মো. জাহাঙ্গীর আলম ঘটনার সময় বাসা থেকে বেরিয়ে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওৎপেতে থাকা কয়েকজন সংঘবদ্ধ সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে অতর্কিতভাবে জাহাঙ্গীরের উপর হামলা চালায়। হামলাকারীরা সমস্ত শরীরে এলোপাতাড়ী আঘাত করতে থাকে। এ সময় পথচারীরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

 

শেয়ার করুন