নবীগঞ্জ প্রতিনিধি ॥ রাখে আল্লাহ মারে কে ? পরিবারের অসাবধানতার কারণে বাড়ির পাশের পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশু ইহসান (৫)। ঘটনাটি ঘটেছে ২৬ মে শনিবার বিকেলে নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামে। সুত্রে প্রকাশ,্ওই গ্রামের আব্দুল মালিক মিয়ার শিশু পুত্র ইহসান (৫) সে পরিবারের অসাবধানতা বশতঃ বাড়ির পুকুরে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন বর্তমানে সে সুস্থ হয়ে উঠছে।