নবীগঞ্জ প্রতিনিধি॥ শর্মী পাল প্রায়ই রাগ করতো এবং অনেক সময় পরিবারের কারো কথাই তার সহ্য হতো না। আবেগে সে ঘরে থাকা একসাথে ২৪টি প্যারাসিটামল ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কোন উন্নতির লক্ষন না হওয়ায় ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছে ২৪ মে বৃহস্পতিবার রাত ১ টায় নবীগঞ্জ শহরতলীর মধ্য বাজার এলাকায়। সুত্রে প্রকাশ ওই বাজারের তাপস পাল এর কন্যা শর্মী পাল (১৫) সে ওই সময় পরিবারের সাথে অভিমান করে ঘরে তাকা ২৪টি প্যারাসিটামল ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
নবীগঞ্জে ২৪ টি প্যারাসিটামল খেয়ে অজ্ঞান সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ
শেয়ার করুন