স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় গাঁজা বিক্রয়কালে পিতা-পুত্রকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ২৬ মে শনিবার বিকাল সাড়ে ৪টায়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস শহীদের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক আনিছুর রহমান ও হুমায়ুন আহমদসহ পুলিশের একটি দল পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় অভিযা চালিয়ে গাঁজা বিক্রয়কালে ২০০ গ্রাম গাঁজাসহ পিতা হরেন বাউরী (৬০) ও পুত্র রাজেন কৈরী (২৫) নামে দুইজনকে আটক করেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম গাঁজাসহ পিতা-পুত্র আটকের সত্যতা নিশ্চিত করেন।