স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ২৬ মে শনিবার রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতার সামগ্রীতে রং ব্যবহার, প্যাকেটজাত খাদ্যপন্যে নিজেরা অতিরিক্ত দাম লেখা, দইসহ অন্যান্য খাদ্যপন্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি লেখা না থাকাসহ বিভিন্ন অপরাধে রহমান বেঙ্গল ফুডকে ২ হাজার টাকা, শাহজালাল ফুডকে ১ হাজার ৫শত টাকা, মিলন কনফেকশনারীকে ৫ শত টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর থানার পুলিশ ফোর্স।
ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান
শেয়ার করুন